আজ দু'বছর পর --- অয়ন আল মামুন


আজ দু'বছর পর আমি সেখানে
যেখানে আমার সূর্য উদিত হত।
আজ দু'বছর পর আমি সেখানে
যেখানে গাছের পাতায় প্রকৃতি গান করত।
আজ দু'বছর পর আমি সেখানে
যেখানে শীতল হাওয়া বইত।
আজ দু'বছর পর আমি সেখানে
যেখানে কৃষ্ণচূড়া ফুল ফুটত।
আজ দু'বছর পর আমি সেখানে
যেখানে শিশির ভেজা ঘাসের বিছানা ছিল।
আজ দু'বছর পর আমি সেখানে
যেখানে রঙ-বেরঙের ঘুড়ি উড়ত।
আজ দু'বছর পর আমি সেখানে
যেখানে আমার সুখ হারিয়ে গিয়েছিল।
কিন্তু আজ দু'বছর পর আমি
আজ সেই আগের আমি।



Unknown

লেখক ... .

Related Posts:

No comments:

Post a Comment