সাদা-কালো (আগমনী ২) --- অয়ন আল মামুন


বাসার দরজাটা খোলাই ছিল।নীল এসেছে শুনে দিদি এতই উত্তেজিত হয়েছিল যে কোন কিছু না ভেবেই বাসার দরজা খুলে রেখেই নিচে দৌড় দিয়েছিল।নীল বাসায় ঢুকতে নিয়েই ছোট একটা ধাক্কা খেল।বাসা রং করা হয়েছে, তা ও রংটা আবার নীল।নীল নিঃশব্দে হাসল।
"দরজায় দাঁড়িয়ে হাসছিস যে? ঘরে ঢুকবি নাকি এখানেই দাঁড়িয়ে বেক্কলের মত হাসবি?" দিদি বলল।
নীল দেয়ালের থেকে চোখ সরিয়ে দিদির দিকে তাকালো।দেখল দিদি কটমট করে তাকিয়ে আছে তার দিকে।
"আসছি।" বলে নীল ঘরে ঢুকল।
"যা,সোজা তোর ঘরে চলে যা।হাত-মুখ ধুয়ে নে।আমি খাবার-দাবার নিয়ে আসছি।" বলে দিদি রান্নাঘরের দিকে ছুটলো।
নীল তার ঘরে প্রবেশ করল।প্রবেশ করে আবার একটা ধাক্কা খেল।সাথে সাথে সে তার ঘর থেকে বের হয়ে বড় ভাইয়ের ঘরে ঢুকল।ভাইয়ার ঘরের দেয়াল ও রং করা।কিন্তু নীলের ঘরটা পড়ে আছে আগের মতোই, রংবিহীন, শুধুমাত্র চুনকাম দেওয়া।
"কিরে কি দেখিস?"
নীল পিছনে ফিরে দেখল দিদি দাঁড়িয়ে আছে একটা প্লেট হাতে নিয়ে।প্লেটে কয়েকটা পরোটা, একটি ডিম ভাজি, আর সবজি।
"কি সুগন্ধিময় খাদ্য।" নীল কথা ঘুরালো।
"তুই কি খাবি নাকি ঘ্রাণই নিবি? পরোটা ঠান্ডা হয়ে যাবে।"
"আচ্ছা প্লেটটা দাও।"
দিদি প্লেটটা নীলের হাতের দিকে বাড়িয়ে দিল।নীল প্লেটটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে রওনা দিল।ঘরে ঢুকে খাটে বসল।দিদি ও তার পিছুপিছু তার পাশে এসে বসল।নীল খাওয়া শুরু করল।দিদি নীলের মাথায় হাত বুলাতে লাগলো।ছোট ভাইটা কই যেন হারিয়ে গিয়েছিল, হঠাৎ ফিরে আসায় দিদি যে কি আনন্দিত তা বলে বুঝানো সম্ভব নয়। ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা কি লেখে বুঝানো যায়?
"দিদি?"
"হু?"
"বাড়ি রং করেছ কবে?"
"এইতো মাস ছয়েক।"
"আমার ঘরটা রং করা হয়নি কেন? ভেবেছিলে মরে গেছি? নাকি ফিরে আসবো না কোন দিন?স্মৃতি হিসেবে ঘরটা সাদাই রেখে দিতে চেয়েছিলে?অন্ধকার ঘর, সাদা ঘর, সাদা-কালো।ভালো তো।"
দিদি প্রচন্ড আহত হল নীলের কথায়।সেই সাথে রাগ ও হল অনেক। ইচ্ছে হলো নীলকে কষে একটা থাপ্পড় মারতে। কিন্তু দিদি নিজেকে সংযত রাখল।
"আমি জানি তোর অনুমতি ছাড়া তোর ঘরের কিছু ধরলেই তুই রাগ করিস, আবার করবো তোর ঘর রং।সাহস হয় নি, যদি বাড়ি ফিরে চিৎকার শুরু করিস? তাই তোর ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম।"
"আচ্ছা।বুঝলাম ব্যাপারটা।"
"কি বুঝলি?"
"বুঝলাম যে তুমি আমার কথায় কষ্ট পেয়েছ।"
"কোন কথায়?"
"কিছু না।"
"পাগল, আমার ভাই ফিরে এসেছে, আজ আমার ঈদ। আর তুই বলছিস আমি রাগ করেছি?" দিদি ব্যাপারটা আড়াল করার চেষ্টা করল।
"পরোটা কি আরো দু-একটা হবে?"
কথা বলতে বলতে নীল প্লেটে যতগুলো পরোটা ছিল সব হজম করে ফেলেছে।এত বড় যাত্রা শেষে সে বাসায় ফিরেছে, প্রচন্ড ক্ষুধা লাগাটাই স্বাভাবিক।
"হবে না মানে?অবশ্যই হবে।দাঁড়া, এখনই এনে দিচ্ছি।" বলে দিদি আবার রান্নাঘরের দিকে ছুটল।
নীল তার প্লেটের দিকে তাকিয়ে রইল।নাহ, এই কথা তার বলা উচিত হয়নি। এমনিতেই কয়েক বছর নিরুদ্দেশ থেকে পরিবারকে কম কষ্ট দেয় নি। আবার ফিরে এসে এই কথা বলল? কিছুটা অনুশোচনায় ভুগতে শুরু করল নীল। তবু ও এর মধ্যে নীল হাসল। বাসায় ফিরে আসাটা আসলেই ভালো সিদ্ধান্ত ছিল।
#সাদা_চুনকাম
#পুরনো_কিছু_স্মৃতি
#সাদা_কালো
#আগমনী_২
#হঠাৎ_তোমার_জন্য [[অয়ন আল মামুন]]

Unknown

লেখক ... .

No comments:

Post a Comment