শুভ রাত্রি ~~ ফাইয়াজ ফাহিম

ভেজা কুয়াশায় শুভ্র সকাল
ঊষা রাঙা ভোর,
চারদিকে ডাকছে পাখি
এবার খোল দোর।
অলস দুপুর ক্লান্ত দেহে
সূর্যের কষাঘাত,
চারদিকে অগ্নি ঝরায়
বানিয়ে উন্মাদ।
গোধুলি বিকেল ক্লান্ত সূর্য
হারিয়ে তার দহন,
সাঁজের মায়া আঘাত হানিছে
বুঝিনি কখন?
রাত নেমেছে চুপটি করে
পায়ে ঝিঝির নুপুর,
পেড়িয়ে সকাল,
কান্ত বিকেল,
পেড়িয়ে অলস দুপুর।
তারার মাঝে হারাবো আজি
নেইতো শাষণ-বারণ।
শুভ রাত্রি বলেই এবার
ঘুমপুরীতে অবগাহন।

[[ফাইয়াজ ফাহিম]]


Unknown

লেখক ... .

No comments:

Post a Comment