রক্ত গোলাপ --- অয়ন আল মামুন

সুন্দর বিকাল বেলা।সূর্যের প্রখরতা নেই বললেই চলে।আর কিছুক্ষণ পর সূর্য এমনিতেই আঁধারে লুকিয়ে পড়বে।আজ বিশ্ব ভালোবাসা দিবস।স্পর্শ বসে আছে বেইলি রোড,অফিসার্স ক্লাবের রাস্তার মোড়ে।স্পর্শের কোন ভাবেই মাথায় ঢুকে না যে ভালোবাসার জন্য আবার আলাদা দিন কেন করা হল।ভালোবাসা তো প্রতিদিনই বাসা যায়।দিবস আছে দেখে এই দিন কি তার আলাদাভাবে বহিঃপ্রকাশ করতে হবে?ব্যাপারটা মোটেও স্পর্শের পছন্দ নয়।যদিও ভালোবাসা দিবস তথা ভ্যালেন্টাইন্স ডের আলাদা বিশেষ ইতিহাস আছে।যদিও সেটা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই।আচ্ছা,জাতি ভালোবাসা দিবস পালন করছে,এতে স্পর্শের সমস্যা কোথায়?পাশে এসে বসার কেউ নেই বলে?নাকি হাতটা ধরবার কেউ নেই বলে?কত যুবক-যুবতী জোড়া স্পর্শের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে।কোন কোন কপোত-কপোতী আবার বড়-বড় ফাস্ট ফুডের রেস্টুরেন্টে ঢুকছে।আবার কেউ একে অপরকে ভালোবাসা বিনিময় করছে হরেক রকম উপহার দিয়ে।আবার এই দিনে কেউ ফুল দিয়ে নিজের ভালোবাসা কারো কাছে উপস্থাপন করে।এই রকম বহু দৃশ্য স্পর্শ দেখেছে,আজ ও তার প্রতিফলন দেখছে।
"ভাই,ফুল লইবেন?"
স্পর্শ ঘুরে তাকাল।দেখতে পেল,একটা বাচ্চা ছেলে ফুল বিক্রি করছে।ভালোবাসা দিবসে এটাই তো ব্যবসা।কিন্তু স্পর্শ ফুল নিয়ে কি করবে?কাকে দিবে ফুল?
"ফুল দিবি?কত করে ফুল?"স্পর্শ জানতে চাইল।
"একশো ট্যাকা।" ছেলেটা জানাল।
"ওরে বাবা।একটা ফুলের এত দাম!" মনে মনে ভাবল স্পর্শ।ফুল তো এখন তাকে কেউ বিনামূল্যে দিলেও তার নেওয়া উচিত নয়।
"আচ্ছা তোর কাছে কালো গোলাপ আছে?"স্পৰ্শ জানতে চাইল।
"কালা?গোলাপ আবার কালা ও হয়?"ছেলেটা অবাক হয়ে বলল।
"সে কি রে! গোলাপ বিক্রি করিস আর গোলাপ কি কি রঙের হয় সেটা জানিস না?"
"না ভাই, কি কি রঙের হয়?"
"গোলাপ লাল হয়,নীল হয়,সাদা হয়,সবুজ হয়,কালো ও হয়।বিশ রঙের হয় গোলাপ ফুল।"
"ভাই,জানতাম না।"
"আচ্ছা তুই লেখাপড়া করিস?"
"না,এক সময় করতাম,ইস্কুলে (স্কুলে) যাইতাম,কত হুন্দর-হুন্দর (সুন্দর-সুন্দর) বই ফরতাম (পড়তাম), কিন্তু হংসারে (সংসারে) অভাব দেইখা বাপে কামে লাগায় দিসে,ইস্কুল আর এহন যাই না।"
স্পর্শ ব্যাপক ব্যথিত হল।মানুষ অভাবে পড়ে খেতে পায় না, পড়তে পারে না।আর এই দেশের ধনী শ্রেণীর মানুষ ভালোবাসা দিবসে কত টাকা উড়ায়, কখনও কি তাকিয়ে দেখে এই বাচ্চা ছেলেগুলোর দিকে?
স্পর্শ উঠে দাঁড়ালো।ভালো লাগছে না,বাসায় যাবে।তবে উঠার আগে একশো টাকা দিয়ে ছেলেটার কাছ থেকে একটি লাল গোলাপ কিনল।ফুল দেওয়ার মত কেউ নেই,কিন্তু ছেলেটাকে কিছু দেওয়ার জন্যই ফুলটা কেনা।এতো লাল গোলাপ নয়,যেন রক্ত গোলাপ।
#রক্ত_গোলাপ

[[অয়ন আল মামুন]]

Unknown

লেখক ... .

No comments:

Post a Comment