দ্বিশাব্দিক কবিতা —কিংশুক

একটি দীর্ঘশ্বাস
অতপর ক্রন্দন
কপলে অশ্রুরেখা
শুকিয়েছে আঁকাবাকা,
মুখমন্ডলে জল-ঝাপটা
যেন দুঃখমোচন

রজনীর ইতি
নতুন দিবস
চিরচেনা গীত
ফের আপোস

স্নিগ্ধ প্রভাত
দাম্ভিক দুপুর
ক্লান্ত বিকেল
স্থবির পুকুর

লাল-নীল-সবুজ
আলোময় রাস্তা
সাঝের বেলার
ব্যস্ত সুর
রাস্তার ধারের
সস্তা নাস্তা

অতপর ঘর
অবিশ্রান্ত পথিকের
অনন্য গন্তব্য

শেষমেষ ঘুম
উন্নত আগামীর
নিশুতি স্বপন
নিরালায় নিঝুম


[[2014MARCH06DHAKA2240KING.AFK]]

Kingshuk

লেখক ... .

No comments:

Post a Comment