সুর ব্যাঞ্জনা

আমার পৃথিবীর চিরচেনা আপন কিছু সুর,
যে সুর আমার কানে ঝঙ্কার তুলেছিলো নিদারুন প্রলভনে,
যে সুরের কাছে পরাজিত হয়েছিনু তীব্র সুখানুভবে
সে সুর আর ঝঙ্কার তোলে না আমাতে;
মৃয়মান সে সুর চলে যায় বহুদূর, দূর থেকে দূর, আরো দূর।

দিশেহারা কবি শুধু দিঘির ধারে বসে থাকে বটবৃক্ষের ছায়ায়
সে শুনতে পায় সেই মৃত সুরের প্রতিধ্বনি, জলের ক্লান্ত ধারায়।

হঠাত কোথা থেকে ভেসে আসে আরেক সুর, ক্রমশ স্পষ্ট;
কবি ফিরে দেখে তীব্র আশায়, সুর তবে ফিরে এলো ধরায়?
নতুন সুরের ধ্বনি পুরনের কাছে নিয়ে যায় কবির হৃদয়।
সেদিনের পুরন সুর আর আজিকার নব ঝঙ্কার আর কবির হৃদয়স্পন্দন,
মিলে মিশে একাকার হয়ে যায় কোন এক বসন্তের লিলুয়া বাতাসে।

আজ কবির মৃত্যু হয়েছে,
নতুন সুর মিলিয়া গিয়াছে পুরাতনের সাথে।

সুখে থাকুক সব সুর ভুবনের বাতাসে
ক্ষনে এথায় ক্ষনে সেথায়
অনির্দিষ্টের দিকে খুঁজে খুঁজে একান্ত আশ্রয়।

[[কিংশুক২০১৬জুন১০মগবাজার,ঢাকা১৩০০]] 


Kingshuk

লেখক ... .

No comments:

Post a Comment