ঢাকার রাস্তায় মানুষ হারায় না সহজে।
কিন্তু আমি হারিয়ে গেলাম।
রাত মোটামুটি সাড়ে দুইটা(!)। নির্জন ঢাকার রাজপথ।
মাঝে মাঝে কিছু কুকুর ঘেউ ঘেউ করে দৌড়াদৌড়ি করছে।
আমার বাসায় যাওয়া দরকার কারন প্রকৃতি ঢাকছে( )
একটা কুকুর কে ডেকে জিজ্ঞাস করলাম, "এই যে কুত্তা ভাই, একটু শুনেন ... "
কুকুর আমার কাছে এসে বললো,"কোনো প্রব্লেম ব্রাদার? ছিন্তাই করেছে কেউ? "
- আরে না। চেপেছে! মালিবাগের রাস্তাটা কোন দিকে বললে ভাল হয়, বাসায় যাব।
- কা'মন ব্রো, এটা কি বললেন, রাস্তা বের করতে পারছেন না? আপনি এখন y=m1x1+c1 অ্যান্ড y=m2x2+c2 এর intersecting point এ আছেন। X axis থেকে ϴ কোণে a মিটার গেলে একটা triangle এর center of gravity পাবেন। সেখান থেকে দেখবেন D,F,G,H,J points গুলোর মধ্যে ৩টা point আছে co-linear. সেই straight line বরাবর হাঁটবেন দেখবেন মালিবাগ এ পৌঁছে গেছেন।
- (Ⓧ_Ⓧ)
কিংশুকের ব্লগ http://afkingshuk.blogspot.com/2016/07/blog-post.html
কিন্তু আমি হারিয়ে গেলাম।
রাত মোটামুটি সাড়ে দুইটা(!)। নির্জন ঢাকার রাজপথ।
মাঝে মাঝে কিছু কুকুর ঘেউ ঘেউ করে দৌড়াদৌড়ি করছে।
আমার বাসায় যাওয়া দরকার কারন প্রকৃতি ঢাকছে( )
একটা কুকুর কে ডেকে জিজ্ঞাস করলাম, "এই যে কুত্তা ভাই, একটু শুনেন ... "
কুকুর আমার কাছে এসে বললো,"কোনো প্রব্লেম ব্রাদার? ছিন্তাই করেছে কেউ? "
- আরে না। চেপেছে! মালিবাগের রাস্তাটা কোন দিকে বললে ভাল হয়, বাসায় যাব।
- কা'মন ব্রো, এটা কি বললেন, রাস্তা বের করতে পারছেন না? আপনি এখন y=m1x1+c1 অ্যান্ড y=m2x2+c2 এর intersecting point এ আছেন। X axis থেকে ϴ কোণে a মিটার গেলে একটা triangle এর center of gravity পাবেন। সেখান থেকে দেখবেন D,F,G,H,J points গুলোর মধ্যে ৩টা point আছে co-linear. সেই straight line বরাবর হাঁটবেন দেখবেন মালিবাগ এ পৌঁছে গেছেন।
- (Ⓧ_Ⓧ)
[[কিংশুক২০১৬জানুয়ারি২০শান্তিবাগ০৩৩০]]
কিংশুকের ব্লগ http://afkingshuk.blogspot.com/2016/07/blog-post.html
No comments:
Post a Comment