আরিয়ান বৃত্তান্ত --- অয়ন আল মামুন

আরিয়ানের বড্ড ঘুম পেয়েছে।কিন্তু সে অনেক্ষণ ধরে বিছানায় এপাশ-ওপাশ করেও ঘুমাতে পারছে না।এর কারণ ও অবশ্য আছে।এর কারণ হল এক ব্যক্তি তাকে একটি ডেটা ডিক্রিপ্টশনের জন্য চ্যালেঞ্জ করেছে।তার মতে,এই ডেটা পৃথিবীর কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। আরিয়ান বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে।এবারও তার ব্যতিক্রম হয়নি।কিন্তু দু'দিন আপ্রাণ চেষ্টা করার পরও সে ব্যর্থ হয়েছে।সাধারণত যে কোন সহজ বা কঠিন কাজে সে বেশিক্ষণ আটকে থাকে না।কোন না কোনভাবে সে সমস্যাটার সমাধান করবেই।কিন্তু ঐ ডিক্রিপশনের কাজটা ভিন্ন।সে খাট থেকে উঠে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে দিয়ে একটা সিগারেট ধরাল।আরিয়ানের রুমের দরজা-জানালা অধিকাংশ সময়েই বন্ধ থাকে।আজ ও যথারীতি বন্ধ।সিগারেটের ধোঁয়া সারা রুমে জমাট বেঁধে কুয়াশার মতন পরিবেশ সৃষ্টি করেছে,রিং হয়ে উড়ে উড়ে খেলে বেড়াচ্ছে ধোঁয়া।সিগারেটের ছাঁই মাঝে-মধ্যে ঘরের মেঝেতে পড়ছে,কিন্তু এই ব্যাপারে তার বিন্দু মাত্র তোয়াক্কা নেই।ধোঁয়ায় আরিয়ানের চোখ জ্বলছে,জ্বলাটাই স্বাভাবিক।অন্য যে কেউ আরিয়ানের সাথে অথবা আশেপাশে থাকলে সে এতক্ষণে দৌড়ে রুম থেকে বের হয়ে যেত।কি করা যায় ভাবছে আরিয়ান ।কিন্তু মাথায় কিচ্ছু নেই।সিগারেট ও প্রায় শেষ এর দিকে।পানি খাওয়া দরকার,গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।সিগারেটটা ফেলে পানির গ্লাসটা হাতে নিয়ে পানি আনতে যাবে,এমন সময় আরিয়ান থমকে গেল।ফলাফল হিসেবে গ্লাসটা হাত থেকে মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে।কিন্তু সেটা নিয়ে না ভেবে সে এক দৌড়ে আবার চেয়ারে বসে কম্পিউটারটি চালু করল।তার মাথায় একটা বুদ্ধি এসেছে।সে কম্পিউটার চালু হবার মধ্যেই মোবাইল ফোনে একবার টিপ দিয়ে লক স্ক্রিনেই সময়টা একবার দেখল।দেখে সে মৃদু হাসল।রাত ১২ টা বাজতে এখন ও ১ মিনিট বাকি।

#আরিয়ান_বৃত্তান্ত

Unknown

লেখক ... .

No comments:

Post a Comment