নীল এবং মুচি --- অয়ন আল মামুন

নীল খুব আস্তে আস্তে খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাঁটছে।না,সে পায়ে কোন ব্যথা পায় নি।তার জুতো জোড়ার একটির সেলাই ছুঁটে গিয়েছে।এই সন্ধ্যা বেলাতে মুচি পাওয়াটাও একটা ভেজাল।কিন্তু ভাগ্য আজ বোধহয় অনেক ভালো।হাঁটতে-হাঁটতে একটু সামনে গিয়েই সে মুচি দেখতে পেল।মুচির কাছে পৌছে নীল দেখল মুচি আয়েশ করে ঝালমুড়ি চিবুচ্ছে।নীল মুচিকে বলল,
"মামা আমার জুতোটা সেলাই করে দেন।"
"দেরি হইব।"
"দেরি বলতে কতক্ষণ?"
"এক ঘন্টা।"
"কি!এতক্ষণ কেন?কাজ জমে আছে নাকি অনেক?"
"দেখতাসেন না যে আমি খাইতাছি?"
নীল আকাশ থেকে পড়ল মুচির কথা শুনে।কিছুক্ষণ ভাবল যে মুচির মাথায় সমস্যা আছে কিনা।না,দেখে তো তাকে পাগল মনে হচ্ছে না।একটু সামলে নিয়ে নীল আবার বলল,
"এক ঠোঙা ঝালমুড়ি খেতে আপনার এক ঘন্টা লাগবে?"
"হ।"
"এতটুকু মুড়ি খেতে এত সময় লাগবে কেন?"
"আফনে এত কতা জিগান কেন?দেখতাসেন হারাদিন কাম কইরা এহন একটু হান্তি মতন খাইতাসি।এর মধ্যে জ্বালাইতাসেন?"
নীল স্তম্ভিত।স্তম্ভিত হয়েও তার মুখে কিঞ্চিৎ হাসি ফুটে উঠল।সে জুতো সেলাই না করেই খোঁড়াতে-খোঁড়াতে হাঁটতে শুরু করল।মুচি মামাকে বিরক্ত করা যাবে না।নীল দীর্ঘ কত বছর ধরে শান্তি খুঁজে বেড়াচ্ছে অথচ শান্তির কোন দিশা পেল না,আর মুচি কিনা সারাদিন পরিশ্রম করে এখন ঘন্টাখানেক সময় নিয়ে শান্তিতে মুড়ি খাচ্ছে।
#সমগ্র_দুনিয়া_আসলেই_এক_শিক্ষা_ক্ষেত্র
#শান্তির_সন্ধানে
#হঠাৎ_তোমার_জন্য

Unknown

লেখক ... .

No comments:

Post a Comment