নীলের নববর্ষ প্রভাত --- অয়ন আল মামুন

"ভাই,ও ভাই।"
ছেলেটা আশেপাশে তাকাল কিন্তু পরিচিত কোন মুখ দেখতে পেল না।
হঠাৎ তার পাশে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকা রিক্সাচালক তার একটি হাত চেপে ধরল।
"নীল ভাই কেমন আছেন?"
নীল হতবাক।কে এই রিক্সাওয়ালা?
তবুও বলল, "এইতো,আছি।"
"হাইট্টা হাইট্টা যাইতাসেন যে? কই যান? রিস্কা পান নাই?"
"না।"
"কই যাবেন?"
"খিলগাঁও।"
"চলেন আফনেরে নামায়া দিয়া আহি।"
"না থাক।"
"আরে আহেন তো।"
অনেকটা জোরপূর্বক নীলকে রিক্সায় তুলল রিক্সাওয়ালা।
রিক্সা এগিয়ে যাচ্ছে ধীর গতিতে।হিমেল হাওয়া বইছে।যানবাহন কমই দেখা যাচ্ছে।জনতা মনে হয় এখনও বের হওয়া শুরু করে নি।যানজট ও দেখা যাচ্ছে না।যানজট বিহীন ঢাকা শহরটা একেবারে মন্দ না।
"ঐদিন আফনেরে জবাবডা দিবার পারি নাই।"
নীল আবারও অবাক।
"কিসের জবাব?"
"জিগাইসিলেন যে রিক্সা চালায়া জীবনে হুখ (সুখ) পাইসি নাকি জীবনে? না ভাই পাই নাই।"
নীলের তবুও মনে পড়ল না।
কিন্তু নীল জিজ্ঞেস করল, "কেন?"
"রিক্সা চালায়া কি ঘর-সংসার চলে? এই যে আইজকা নববর্ষ, বউ-পোলাপানরে কিছু দিবার পারসি?"
"ও।বুঝলাম ব্যাপারটা।"
"আফনে কি এহনও হান্তি (শান্তি) খুইজ্জা বেড়ান?"
"না।"
কথোপকথনের মধ্যে কখন নীল খিলগাঁও পৌঁছে গেছে টের ও পায়নি।রিক্সা থেকে নেমে নীল ভাড়াটা বাড়িয়ে দিল।
রিক্সাওয়ালা ভাড়া না রেখে বলল, "ভাড়া দেওন লাগব না।"
"কেন?"
"এমনেই।খালি হান্তি খুইজ্জা পাইলে কইয়েন।"
"আচ্ছা।"
বলে নীল হাঁটা দিল। ঐ রিক্সাওয়ালার সাথে আবার দেখা হবে বলে মনে হয় না।কিন্তু মিথ্যা হোক আর সত্যই হোক, আশা দিতে তো দোষ নেই।কিন্তু রিক্সাওয়ালা নীলের নাম কিভাবে জানল?কোন দিন তার সাথে যদি রিক্সাওয়ালার দেখা হয়েও থাকে তবুও নীল নিশ্চিত যে নীল তার পরিচয় দেয়নি। বিষয়টি জিজ্ঞেস করার জন্য নীল ঘুরে তাকিয়ে দেখে যে রিক্সা গায়েব।



#দুনিয়াটা_বড়ই_আজব_জায়গা
#নীলের_নববর্ষ_প্রভাত

Unknown

লেখক ... .

No comments:

Post a Comment