মলিন স্বপ্ন ~~ফাইয়াজ ফাহিম

আজকে তার রঙ্গিন দিন,
স্বপ্ন ছুঁয়ে উড়ার দিন,
খোলা ডানায় ভর করার দিন।
আজ তার নিজেকে মানুষ ভাবার দিন।
আজ তার সুগন্ধিতে জড়ানোর দিন,
মহাকালের দুর্গন্ধ ঝেড়ে ফেলার দিন,
পাকস্থলীর আজ খুশির দিন,
আর কতোকাল কুড়িয়ে খাওয়া?
সস্তা জামায় রাজকীয় ভাব,
মরীচিকা পরা মনকে একটু ঝেড়ে
নেয়া,
ভালোবাসা কেমন একটু চেখে নেয়া,
পথের আইল্যান্ডে আর কতো শোয়া?
দুই টাকা চেয়ে আর কতো অর্ধচন্দ্র,
আর কতো দুয়ারে দাঁড়ালে এক মুঠ ভাত,
আর কতো রেইন শেড এ দাঁড়ানো,
ঐ পেটুক দারোয়ান যে বেজায় পাজী।
অবহেলায় মোড়া স্বপ্ন গুলো বড্ড ভঙ্গুর,
দামী গাড়ি গুলো অনেক জোরে ছোটে,
পথের ধারের এই মলিন স্বপ্ন গুলো
খোরা,
আরেকটি দিনের জন্য খালি পেটের
যুদ্ধ ঘোষণা।

Unknown

লেখক ... .

No comments:

Post a Comment