অবশেষে অরণ্য (পর্ব ৩)

পরের দিন মেয়েটি প্রতিদিনের মতো পার্কে যায় এবং ছেলেটিকে ফলো করতে থাকে। আসলেই কি ছেলেটি এমনিতেই প্রতিদিন এখানে আসে? নাকি কারো জন্য আসে? এভাবে কয়েকদিন চলে গেল ...

তারপর একদিন মেয়েটি ছেলেটিকে বলল,
"আপনি আমার বন্ধু হবেন?"
অরণ্য : কেন? আপনার কি কোনো বন্ধু নেই? আর আমার সাথে বন্ধুত্ব করে আপনার কি লাভ?
এইবার মেয়েটি রেগে গিয়ে বলল...
বন্ধুত্ব কি মানুষ শুধু লাভের জন্যই করে?
( মেয়েটির নামই তো এখনও জানা হল না,তার নাম '' নীলিমা '')
অরণ্য : জানিনা।
নীলিমা : কেন? আপনার কি কোন বন্ধু নেই?
অরণ্য : না।
নীলিমা : কেন নেই?
অরণ্য : নাই তাই নাই।
নীলিমা : তাহলে আমার ফ্রেন্ড হতে প্রবলেম টা কি?

কতক্ষণ নীরবতা... কেউ কিছুই বলছে না। হঠাৎ অরণ্য উঠে হঠাৎ হাঁটা শুরু করল।নীলিমা কেন জানি কিছুই বলতে পারছিল না।
এরপরের দিন নীলিমা আর অরণ্যকে পার্কে দেখতে পেল না।
এভাবে ১১ দিন চলে গেল,কিন্তু অরণ্যকে আর পার্কে দেখা গেল না।

(চলবে... ) 

পূর্ববর্তী পোস্টঃ অবশেষে অরণ্য (পর্ব ২)
পরবর্তী পোস্টঃ  অবশেষে অরণ্য (পর্ব ৪)


Unknown

লেখক ... .

No comments:

Post a Comment