নিজেকে মনে হচ্ছে চরম অভিশপ্ত,
যেন পৃথিবী থেকে ছিন্ন কেউ।
সকল বোঝাগুলো যেন আমার মধ্যে।
ক্লান্তির ছাপ এখনো আমার চোখে,
ক্লান্তিতে যেন দু’চোখ বন্ধ হয়ে যায়।
মনে হয় আমি ঘুমিয়ে গেছি,
আবার জেগে উঠি।
কেন জেগে উঠি?
ভাবি নীরবে কিছুক্ষন,
নতুন স্বপ্ন দেখব বলে!
স্বপ্ন সেটা আবার কি?
নিজেকে বড়ই বিচিত্র মনে হয়।
চেনা-জানাগুলোকে অচেনা মনে হয়।
ইচ্ছা করে সবগুলো চুল
ছিন্ন করে টেনে ফেলে দেই মাথা থেকে।
রক্তগুলো যেন শীতল হয়ে যায়,
মাঝে মাঝে রক্তগুলো টগবগিয়ে উঠে।
নতুন কিছু করার আশায়।
নতুন স্বপ্ন দেখার আশায়।
বারবার ব্যার্থ হই,
ব্যার্থ নয়নে তাকিয়ে থাকি,
আকাশের দিকে,
কোনো এক পূর্ণিমা রাতে।
যেন পৃথিবী থেকে ছিন্ন কেউ।
সকল বোঝাগুলো যেন আমার মধ্যে।
ক্লান্তির ছাপ এখনো আমার চোখে,
ক্লান্তিতে যেন দু’চোখ বন্ধ হয়ে যায়।
মনে হয় আমি ঘুমিয়ে গেছি,
আবার জেগে উঠি।
কেন জেগে উঠি?
ভাবি নীরবে কিছুক্ষন,
নতুন স্বপ্ন দেখব বলে!
স্বপ্ন সেটা আবার কি?
নিজেকে বড়ই বিচিত্র মনে হয়।
চেনা-জানাগুলোকে অচেনা মনে হয়।
ইচ্ছা করে সবগুলো চুল
ছিন্ন করে টেনে ফেলে দেই মাথা থেকে।
রক্তগুলো যেন শীতল হয়ে যায়,
মাঝে মাঝে রক্তগুলো টগবগিয়ে উঠে।
নতুন কিছু করার আশায়।
নতুন স্বপ্ন দেখার আশায়।
বারবার ব্যার্থ হই,
ব্যার্থ নয়নে তাকিয়ে থাকি,
আকাশের দিকে,
কোনো এক পূর্ণিমা রাতে।
No comments:
Post a Comment