আমি মানুষ,
হয়তো মানবতা নেই আমার।
তাতে কিছু যায় আসে না,
আমি জানি আমি মানুষ।
তাতে কিছু যায় আসে না,
আমি জানি আমি মানুষ।
না! এ হতে পারে না!
আমি অবশ্যই মানুষ,
ডাক্তার দেখিয়েছিলাম,
উনি বলেছেন আমি মানুষ।
আমি অবশ্যই মানুষ,
ডাক্তার দেখিয়েছিলাম,
উনি বলেছেন আমি মানুষ।
বলেছিলাম,"ডাক্তার সাহেব,
শুনছেন? আমি মানুষ নই ?
উনি শীতল গলায় বলেছেন,"ভিজিট দিয়েছেন?
ভিজিট দিলে সবাই মানুষ।"
শুনছেন? আমি মানুষ নই ?
উনি শীতল গলায় বলেছেন,"ভিজিট দিয়েছেন?
ভিজিট দিলে সবাই মানুষ।"
হতে পারে মৃত্যু দেখে হৃদয় কাঁপে না,
হয়তো কোন অতি উন্নত রোবটের মত,
অসম বিদ্যুৎ প্রবাহে
কপট্রনিক চাপ অনুভব করি।
হয়তো কোন অতি উন্নত রোবটের মত,
অসম বিদ্যুৎ প্রবাহে
কপট্রনিক চাপ অনুভব করি।
তবুও আমার দুটি হাত, দুটি পা
মানুষের ন্যায় চেহারা,
অতি সহজেই কেউ ভুল করবে,
ভাববে আমি মানুষ. . .
মানুষের ন্যায় চেহারা,
অতি সহজেই কেউ ভুল করবে,
ভাববে আমি মানুষ. . .
[[ইমতিয়াজ মুশফিক]]
No comments:
Post a Comment