দ্বিশাব্দিক দ্বিত্বার্থ কাব্য

অহর্নিশি অহমিকা;
দেয়াল জুড়ে
রঙ্গিন পোর্ট্রেট,
ছবি আঁকা ।

মুমূর্ষু মানবতা,
নিজের কাছে
ভেক-ভঙ্গুর স্বকীয়তা,
অসত্যের সভ্যতা।

মোড়কের দর
কষাকষি, পণ্যের
নাই ভর।
আলোর শহর।

ভালোবেসে আকর্ষণ
অকারণে, অযথাই
বিকর্ষণ অসময়ে;
মায়াজাল ভেলকি-ভেলা।

তবুও পিছুটান,
ইতিহাস তবু
রাখেনা সম্মান;
বুড়ো-বৃক্ষের বার্ধক্য।

বিষধর নাগিনীর
অশুভ চুম্বন;
নতুন ঠিকানা
আমার, অন্ধকার।


[[কিংশুক২০১৬মে১০শান্তিবাগ,ঢাকা০৭৪০]]


Kingshuk

লেখক ... .

No comments:

Post a Comment