অবশেষে অরণ্য (পর্ব ২)

"এই যে,এই যে শুনছেন?"
"ওহ, জি বলেন।"
"কোন জগতে ছিলেন এতক্ষন ? কি এতো ভাবছিলেন? কতক্ষণ ধরে ডাকছি।"
"ওহ, আসলে একটু অন্যমনস্ক ছিলাম।"
"আচ্ছা, আপনি প্রতিদিন এখানে একা একা বসে থাকেন কেন ?"
"এমনিতেই, ভালো লাগে তাই !"
"ওহ, আচ্ছা আপনার নামটা জানতে পারি ?"
"অরণ্য।"
"আপনার কি গার্লফ্রেন্ড আছে ?"
"না তো ! কেন ?"
" না এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি !"
"ওহ ! আপনি কি প্রতিদিন এখানে আসেন?আর আপনার কি বয়ফ্রেন্ড আছে?"
"আরে না আমার এইসব নেই ! কেন ?"
"তাহলে প্রতিদিনই কি আপনি আমাকে ফলো করেন ? না হলে আপনি কীভাবে জানেন আমি প্রতিদিনই এখানে আসি ?"
" না ! আমি এমনিতেই আসি , ভালো লাগে তাই ।"
"ওহ, আচ্ছা।"

( এই বলে অরণ্য অন্যদিকে চলে যেতে লাগলো ) ।

মেয়েটি ভাবে , "এটা আবার কেমন মানুষ ? এতো বিচিত্র কেন মানুষটা?"

(চলবে... ) 

পূর্ববর্তী পোস্টঃ অবশেষে অরণ্য (পর্ব ১)
পরবর্তী পোস্টঃ অবশেষে অরণ্য (পর্ব ৩) 
ছবি কৃতজ্ঞতাঃ মোরসালিন 

Unknown

লেখক ... .

No comments:

Post a Comment