তারপর হঠাৎ একদিন নীলিমার দেখা হয়ে গেল অরণ্যের সাথে। তা ও আবার ঔষধের দোকানে।
নীলিমা : কোথায় ছিলেন এতদিন? আর পার্কে আসেন না কেন?
অরণ্য কিছু না বলেই চলে যেতে লাগল।
কিছুদূর যাওয়ার পর...
নীলিমা : ''এই যে, শুনেন।আজকে থেকে আমি আর আপনাকে আর বিরক্ত করব না, তা ও পার্কে আইসেন।''
পরের দিন নীলিমা পার্কে যেতেই দেখল, অরণ্য একা একা বসে কি যেন ভাবছে।
নীলিমা : ''এই যে শুনেন, আপনি নিজেকে কি মনে করেন, হ্যাঁ? কি সমস্যা আপনার? আপনি কি ভাবছেন আমি আপনার প্রেমে পড়ে গেছি? তাই আপনার পিছে পিছে ঘুরি? খুব দাম না আপনার? আপনি থাকেন আপনার দাম নিয়ে।''
একদমে এই কথাগুলো বলে অরণ্যকে কিছু বলার সুযোগ না দিয়েই নীলিমা হাঁটা শুরু করলো।
অরণ্য শুধু নীলিমার চলে যাওয়াটা নিঃশব্দে দেখল। কিছুই বলতে পারল না ।
(চলবে... )
পূর্ববর্তী পোস্টঃ অবশেষে অরণ্য (পর্ব ৩)
পরবর্তী পোস্টঃ অবশেষে অরণ্য (পর্ব ৫)
No comments:
Post a Comment