কে তুমি? --- অয়ন আল মামুন

নীল চোখ মেলে তাকাল।সবে ঘুম ভেঙেছে তার।বেলা প্রায় ১১ টার মত বাজে।১১ টার সময় ঘুম ভেঙে ও আবার ঘুম পাচ্ছে তার।অনেক কষ্টে উঠে বসল নীল।আবার শুয়ে পড়বে কিনা ভাবলো।তখন তার মনে পড়ল,এক সময় সারা দিন ঘুমানোর অপবাদে তার বন্ধুরা তার সাথে কতই না হৈ-চৈ করত।খিলগাঁওয়ে সবাই মিলে আড্ডা দিত।আজ বোধহয় আর কিছুই নেই।সময়ের সাথে সব কিছুই পাল্টে গেছে।এজন্য সময় জিনিসটা নীলের বরাবরই অপছন্দ।নীল বিছানা থেকে উঠে বসে আশে-পাশে তাকালো।চির-চেনা ছোট সেই ঘর।সে চলে যাওয়ার আগে যে রকম দেখে গিয়েছিল,ফিরে আসার পর ঠিক একই রকম দেখছে।ঘরটা সব সময়ই পরিষ্কার রাখা হয়েছে তা দেখলেই বোঝা যায়।কে এত কষ্ট করে তার ঘর ঠিক-ঠাক রেখেছে জানা দরকার।আচ্ছা পরে শোনা যাবে।নীল উঠে হাত-মুখ ধুয়ে বাসা থেকে বের হয়ে পড়ল।হালকা রোদ আছে,কিন্তু খুব একটা গায়ে লাগছে না,বরং ভালোই লাগছে।শীতকাল তো,তাই বোধহয়।নীল শুনেছে,তার এলাকা থেকে খিলগাঁও যাওয়ার নাকি একটা নতুন রাস্তা হয়েছে।উদ্দেশ্য ওই রাস্তাটাই বের করা।আগে অনেক কষ্ট হত তার বাসা থেকে খিলগাঁও যেতে,এখন যদি নতুন রাস্তা আবিষ্কার করে কষ্ট কিছুটা কমানো যায়।আশে-পাশের পরিচিত কয়েকজন মানুষকে সে নবীনবাগের যাওয়ার রাস্তাটা জানতে চাইল।তাদের কাছে শুনে যা বুঝতে পারল যে,তার এলাকার সাথেই এই এলাকা।নীল ৫ মিনিট হেঁটেই নবীনবাগ পৌঁছে গেল।এরপর সোজা এলাকাটি ধরে এগিয়ে যেতে শুরু করল।বাহ,এলাকাটা তো বেশ নিরিবিলি।বেশ ভালো লাগল নীলের।চিকন সরু রাস্তা,হাঁটা-চলার উপযুক্ত,অবশ্য রিক্সা-গাড়ি ও যায়।গাছ-গাছালি আছে,খোলা মাঠ আছে।অনেকটা গ্রামাঞ্চলের মত।একটু এগিয়ে একটি পুকুর ও দেখতে পেল নীল।পুকুরের পানি ও মোটামুটি স্বচ্ছ,মাছ ও দেখা যায় কিছু।আশে-পাশের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলছে নীল।হঠাৎ তার নজর পড়ল একটা চায়ের দোকানের দিকে।একটি মেয়ে দোকানটির সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে।চেহারা দেখা যাচ্ছে না মেয়েটার।এ কারণেই ব্যাপারটা আরো নজর কাড়লো নীলের।মেয়েটার সুন্দর লম্বা চুল দেখেই সে কল্পনা করতে পারছে মেয়েটির অপূর্ব রূপ।হঠাৎ মেয়েটি ঘুরে দাঁড়ালো।কাকতালীয় ভাবে চোখে চোখ পড়ল দুজনার।নীল হতভম্ব হয়ে গেল।সাথে সাথে চোখ অন্য দিকে সরিয়ে নিয়ে হাঁটতে লাগল।আশে-পাশে আর না তাকিয়ে সোজা রাস্তার দিকে তাকিয়ে হাঁটছে সে।পিছনে ফিরে তাকাবে কিনা ভাবলো একবার,এবং প্রায় সাথে সাথেই এ চিন্তা বাদ দিল।নীল যথেষ্ট চমকে গেছে।এত দিন পর সে এত সুন্দর এবং কারো কাছাকাছি চেহারার একটি মেয়ে দেখল।নাকি কল্পনা করল নীল?ব্যাপারটা মাথা থেকে ছুঁড়ে ফেলার চেষ্টা শুরু করলো সে,কিন্তু পারছে না।কে এই মেয়ে???
#একপাশে_সৌন্দর্য
#অপরপাশে_নীল
#হঠাৎ_তোমার_জন্য

[[অয়ন আল মামুন]]

Unknown

লেখক ... .

No comments:

Post a Comment