মেয়েটির নাম প্রতীকি --- অয়ন আল মামুন

তখন শেষ বিকাল।নীল আজ অন্য দিনের তুলনায় বেশ তাড়াতাড়িই বাসার দিকে রওনা দিয়েছে।বেশ ক্লান্ত মনে হচ্ছে নীলকে,গরমে ঘেমে একাকার।নবীনবাগের উপর দিয়েই তাকে বাসায় যেতে হয়।যখন সে সেই চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল,তখন এক মুহূর্ত দাঁড়ালো।চিন্তা করছে,এক কাপ চা খেয়ে যাবে কিনা।কিন্তু গরমে যে ঘামা ঘেমেছে,এর মধ্যে চা?চলে যেতে গিয়েও আবার থামল নীল।চায়ের দোকানটাতে গিয়ে বসে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ঢক-ঢক করে প্রায় গিলে ফেলল।দোকানটায় সাধারণত সবসময় এক খালা চা বানায়।নীল এক কাপ চা দিতে বলল।চা হয়ে গেলে চায়ের কাপ নিয়ে চায়ে এক চুমুক দিল নীল।বাহ,বেশ অমৃত।ঢাকায় আসার পর এর থেকে ভালো চা আর কোথাও খায়নি সে।চায়ের দোকান মানে বর্তমানে শুধু ব্যবসা, চায়ের মান ও দোকানের পরিবেশের কোন ঠিক-ঠিকানা থাকে না।অবশ্য ব্যতিক্রম আছে,যেমন এই দোকানটি।চা খাওয়া যখন প্রায় মধ্য পর্যায়ে,এমন সময় একটি ডাক শুনল নীল,
"এই যে শুনছেন?"
নীল আশে-পাশে তাকাল।সে দেখল তার হাতের বাম পাশে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে।তাকেই ডাকছে কিনা নিশ্চিত হওয়ার জন্য নীল একবার মেয়েটির দিকে তাকালো,আবার আশে-পাশে তাকাতে শুরু করল।
"আমি আপনাকেই ডাকছি।" নীলকে বলল মেয়েটি।
নীল এবার সরাসরি মেয়েটির দিকে তাকাল।মেয়েটা অসম্ভব সুন্দরী,সুন্দর তার লম্বা চুলের বাহার।মেয়েটির দিকে তাকালে সহজে চোখ সরিয়ে নেওয়া বেশ কঠিন,তবু নীল আবার চা খাওয়াতে মন দিল।
"ওহ,আচ্ছা।" নীল জবাব দিল।
"আপনি কে?" মেয়েটি জানতে চাইলো।
"আমি একজন মানুষ।" নীল বলল।
"সেটা তো দেখতেই পাচ্ছি।আমি আপনার পরিচয় জানতে চেয়েছি।"
"আমার নাম নীল।"
"নীল? বাহ, আপনার সাথে আপনার নামের মিল আছে।"
"তাই?"
"হুম।আপনাকে বেশ কয়েক মিনিট ধরেই লক্ষ্য করছি।চায়ের দোকানের সামনে দাঁড়ালেন,পরে বসে পানি খেলেন,তারপর চা হাতে নিয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে চা খেতে খেতে কি যেন ভাবতে শুরু করলেন।"
"এর মধ্যে আমার নামের সাথে কোথায় মিল পেলে?"
"আছে,ভাবেন কিছুক্ষণ।"
"আচ্ছা,আমি দেখতেছি ব্যাপারটা।"
"আপনি কি ওই বৃষ্টির দিন আসলে ও আমাকে সঠিক গাড়ির নাম্বার বলেছিলেন?"
"না।"
"যা ভেবেছিলাম।আপনাকে দেখে মনে হয় আপনি অনেক রহস্যময়, আপনি অনেক কিছু জানেন,কিন্তু আসলে কিছুই জানেন না।আপনি একটা....."
মেয়েটি চুপ হয়ে গেল।নীল চোখ বড়-বড় করে তার দিকে তাকিয়ে আছে,না জানি কখন ধমকে বসে তাকে।কিন্তু নীল উল্টো গলা ফাঁটিয়ে হো হো করে হাসতে শুরু করল।মেয়েটি অবাক,আশে-পাশে দিয়ে যাওয়া-আসা করতে থাকা দু-চারজন মানুষ,দোকানে নীলের আশে-পাশে বসা কয়েকজন মানুষ, এমনকি দোকানের খালা ও অবাক হয়ে তাকিয়ে আছে নীলের দিকে।হঠাৎ নীল হাসা বন্ধ করল।এক চুমুকে চা শেষ করে চায়ের বিলটা দিল।মেয়েটিকে বলল,
"তোমার নাম প্রতীকি,তুমি করিম জেনারেল স্টোরের গলিতে থাক।"
আগের দিনের মত আজ ও মেয়েটি (প্রতীকি) হতবাক। নীল অতক্ষণে হাঁটা শুরু করেছে বাসার দিকে।
"কি আজব ছেলে?এত কিছু জানে কিভাবে ছেলেটা?নাকি ছেলেটা তার পেছনে ঘুর-ঘুর করত, নাকি তার ব্যাপারে খোঁজ নিয়েছে?না,ছেলেটিকে ২-৪ বারের বেশি এলাকায় দেখেছে বলে মনে ও হয় না।এই এলাকার ছেলে বলে ও তো মনে হয় না।" প্রতীকি ভাবতে শুরু করল।
#রহস্যময়_নীল
#প্রতীকি
#হঠাৎ_তোমার_জন্য

[[অয়ন আল মামুন]]


Unknown

লেখক ... .

No comments:

Post a Comment