ফেবু সমাচার‬‬ -- ইমতিয়াজ মুশফিক

একদা বালক, হইল চালক
একটি ফেবুর পাতার।
কাব্য লিখিবে, ফেমাস হইবে
বাকিরা হইবে নাচার।
লাগায়ে মলম, ধরিল কলম
কাব্যে ভরিবে পাতা।
বিধাতা হাসেনা, কাব্য আসেনা
ঠুকিয়া ফাটিল মাথা।
দুঃখের সাগর, হয়ে অতঃপর
বালক স্টাট্যাস মারিয়াছে।
পারিনি শিখিতে, কাব্য লিখিতে
বাঁচার ফায়দা কি রহিয়াছে!
এক মহাজন, কহিল তখন
বক্সে নক করি।
"মামা এইবেলা, বোকা রয়ে গেলা
মোরা গুগলেরে কপি মারি। "
সেইদিন থেকে, বুকে হাত রেখে
পণ করিয়াছে।
ভূগোল ছাড়িবে, গুগল মারিবে
ফেমাস হইবে সে।

[[ইমতিয়াজ মুশফিক]]

জীবনমাল্য

লেখক ... .

No comments:

Post a Comment